গাজীপুর জেলা কারাগারে ওমর ফারক(৩৩) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদী কম্বল পেচিয়ে আত্মহত্যা করেছেন। কাশিমপুর কারাগারে দুলাল উদ্দিন(৫০) নামে আরো এক কয়েদী মারা গেছেন। ওমর ফারুক ২০১৯ সালের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আাসামী। সম্প্রতি তিনি কারাগারের ভেতরে কারা কর্মকর্তাকে মারধর করার কারণে আরো একটি মামলায় আসামী ছিলেন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোররাতে গাজীপুর জেলা কারাগার ও কাশিমপুর কারাগার পার্ট-১ এ এই দুটি ঘটনা ঘটে।
ওমর ফারুক গাজীপুর জেলার কাপাসিয়া থানার বীর উজুলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। দুলাল উদ্দিন (৫০) একই উপজেলার কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
গাজীপুর জেলা কারাসূত্র জানায়, আজ মঙ্গলবার ভোররাতে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ওমর ফারুক সেলের গরাদের সাথে কম্বল পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খোঁজ পেয়ে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়। পরিস্থিতির অবনতি হলে মুমূর্ষু অবস্থায় কয়েদীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে ডাক্তার রোগী আনার পথে রাস্তায় মৃত্যু হয়েছে বলে জানায়।
সূত্র জানায়, ২০১৯ সালের একটি মামলায় ওমর ফারুকের দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড হয়। তিনি চলতি বছরের ২৫ জানয়ারী থেকে কারাগারে আছেন। ২৯ জানুয়ারী কারাগারের ভেতরে কেইস টেবিলে সার্জেন্ট ইনস্টাক্টর ফয়েজ উদ্দিনের উপর হামলা করে রক্তাক্ত করেন। এই ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ ফরহাদ বন্দি মৃত্যুর সংবাদটি সংবাদকে নিশ্চিত করেন।
গাজীপুর জেলা কারাগারের জেলার রফিক কাদের সংবাদকে বন্দী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ দুলাল উদ্দিন নামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী গতরাত ১১ টায় বুকের ব্যাথা অনুভব করেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দুলাল উদ্দিন(৫০) পিতা মহিন উদ্দিন। বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায় উপজেলার কেন্দুয়াব গ্রামে। ১৮ জানুয়ারী ঢাকা থেকে চিকিৎসা শেষে কাশিমপুর কারাগারে আনা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম বন্দী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।
গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার দুই কয়েদী মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটি করা হবে।
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
গাজীপুর জেলা কারাগারে ওমর ফারক(৩৩) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদী কম্বল পেচিয়ে আত্মহত্যা করেছেন। কাশিমপুর কারাগারে দুলাল উদ্দিন(৫০) নামে আরো এক কয়েদী মারা গেছেন। ওমর ফারুক ২০১৯ সালের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আাসামী। সম্প্রতি তিনি কারাগারের ভেতরে কারা কর্মকর্তাকে মারধর করার কারণে আরো একটি মামলায় আসামী ছিলেন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোররাতে গাজীপুর জেলা কারাগার ও কাশিমপুর কারাগার পার্ট-১ এ এই দুটি ঘটনা ঘটে।
ওমর ফারুক গাজীপুর জেলার কাপাসিয়া থানার বীর উজুলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। দুলাল উদ্দিন (৫০) একই উপজেলার কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
গাজীপুর জেলা কারাসূত্র জানায়, আজ মঙ্গলবার ভোররাতে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ওমর ফারুক সেলের গরাদের সাথে কম্বল পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খোঁজ পেয়ে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়। পরিস্থিতির অবনতি হলে মুমূর্ষু অবস্থায় কয়েদীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে ডাক্তার রোগী আনার পথে রাস্তায় মৃত্যু হয়েছে বলে জানায়।
সূত্র জানায়, ২০১৯ সালের একটি মামলায় ওমর ফারুকের দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড হয়। তিনি চলতি বছরের ২৫ জানয়ারী থেকে কারাগারে আছেন। ২৯ জানুয়ারী কারাগারের ভেতরে কেইস টেবিলে সার্জেন্ট ইনস্টাক্টর ফয়েজ উদ্দিনের উপর হামলা করে রক্তাক্ত করেন। এই ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ ফরহাদ বন্দি মৃত্যুর সংবাদটি সংবাদকে নিশ্চিত করেন।
গাজীপুর জেলা কারাগারের জেলার রফিক কাদের সংবাদকে বন্দী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ দুলাল উদ্দিন নামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী গতরাত ১১ টায় বুকের ব্যাথা অনুভব করেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দুলাল উদ্দিন(৫০) পিতা মহিন উদ্দিন। বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায় উপজেলার কেন্দুয়াব গ্রামে। ১৮ জানুয়ারী ঢাকা থেকে চিকিৎসা শেষে কাশিমপুর কারাগারে আনা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম বন্দী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।
গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার দুই কয়েদী মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটি করা হবে।