image

হাতিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’: অভিযানে গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩

সংবাদ অনলাইন রিপোর্ট

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরকসহ দুইজনকে আটক করা হয়েছে, পাশাপাশি অন্য ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, সোমবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় এ গোলাগুলি হয়। আটকরা হলেন- ইমাম হোসেন (৫০) ও নবীর উদ্দিন (৫০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় বন্দুক, ২০টি হাতবোমা, আটটি কার্তুজ, দুটি ডেগার, তিনটি কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাতিয়া থানার প্রধান ফটকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর হাতিয়া কন্টিজেন্টের প্রধান কমান্ডার আফসার আহমেদ বলেন, “গত তিন দিন ধরে নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনী হাতিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। দ্বীপটিকে সন্ত্রাসমুক্ত করতে এ অভিযান চলবে।”

ওসি আজমল হুদা জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে হাতবোমা বিস্ফোরণ ঘটায়। জবাবে বাহিনীর সদস্যরা ২৪ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ৮-১০ জন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার বিকেলে তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, একই রাতে ফখরুল ইসলাম টিপু নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি