ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কে রাতের আঁধারে মুখে মাস্ক পরা একদল যুবক অন্তত ১৫টি বাড়িঘরে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালিয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় হামলা হয়। হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং একটি মোটরসাইকেলও ভাঙচুর করে।
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি কোনো রাজনৈতিক হামলা নয়; বরং জমি সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে।”
হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় মুখোশধারী তরুণরা বাড়িঘরে হামলা চালাচ্ছে।
ভুক্তভোগী মালতি ঘোষ বলেন, “আমাদের বাসায় তখন কোনো পুরুষ ছিল না। আমরা হিন্দু মানুষ, আমাদের ওপর কেন এমন হামলা হলো, বুঝতে পারছি না।”
আরেক বাসিন্দা আরজু মনি বলেন, “আমার দেবর টুটনের ছেলে উমর ফাহাদের বন্ধুদের বাগবিতণ্ডা হয় বাগানবাড়ির ছেলেদের সঙ্গে। এরপর আমাদের এলাকায় চার দফা হামলা হয়।”
ওসি শফিকুল ইসলাম আরও জানান, “একটি জমিতে বিয়ের প্যান্ডেল তৈরি করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যা হামলার কারণ হতে পারে। ইতোমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে, পুলিশ তদন্ত করছে।”
তিনি আশ্বস্ত করেন, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অপরাধ ও দুর্নীতি: মুছাব্বির হত্যা: আরেক ‘শুটার’ গ্রেপ্তার
আন্তর্জাতিক: জেলেনস্কির সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
অপরাধ ও দুর্নীতি: চট্টগ্রামে কসাইকে ‘খুনের পর টুকরো লাশ ছড়িয়ে দেন বন্ধু’