কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। হামলার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে থাকা দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন, কনস্টেবল সজল কুমার দাস, জহিরুল ইসলাম, আফসার উদ্দিন, আতিকুল ইসলামসহ ১০ জন আহত হন।
আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত এসআই মহসীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম জানান, লক্ষ্মীপুর গ্রামে মো. হাসান নামের এক ব্যক্তি এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটছিলেন, এতে কৃষিজমির ক্ষতি হচ্ছিল। অভিযানের সময় মো. হাসানের লোকজন রামদা, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দুই নারীকে আটক করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। হামলার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে থাকা দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন, কনস্টেবল সজল কুমার দাস, জহিরুল ইসলাম, আফসার উদ্দিন, আতিকুল ইসলামসহ ১০ জন আহত হন।
আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত এসআই মহসীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম জানান, লক্ষ্মীপুর গ্রামে মো. হাসান নামের এক ব্যক্তি এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটছিলেন, এতে কৃষিজমির ক্ষতি হচ্ছিল। অভিযানের সময় মো. হাসানের লোকজন রামদা, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দুই নারীকে আটক করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।