image
রায়পুরা (নরসিংদী) : গৃহবধূ হত্যার বিচার দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ -সংবাদ

নরসিংদীতে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে হত্যার ৯ দিন পার হয়ে গেলেও ধরা ছোয়ার বাইরে হত্যা মামলার প্রধান আসামি সোহেলসহ অন্যরা। গ্রেফতার না হওয়ায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধান আসামি সোহেলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

রবিবার দুপুরে উপজেলার পৌরসভা মাঠ থেকে মানববন্ধন শুরু হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক হয়ে রায়পুরা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আসামী গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় নিহতের স্বজনরা।

এর আগে ৭ ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জের ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে হামলার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় ওই গৃহবধূ শান্তা ইসলাম। সে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের শাকিল খানের স্ত্রী ও আহসান উল্লাহর মেয়ে।

মানববন্ধনে স্বজনরা বলেন, শান্তা ইসলাম ২ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে তাকে সন্ত্রাসী সোহেল বাহিনীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনার ৯ দিন পার হয়ে গেলেও সোহেলকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। সে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। পুলিশের সদিচ্ছ্যা থাকলে তাকে এতদিনে গ্রেফতার করতে পারতো। সোহেল সহ অন্যান্য আসামীরা ধরাছোয়ার বাইরে থাকায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগতেছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি