নাটোরের সিংড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।শনিবার রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- ইব্রাহিম (৩২), এলাহী (২৭), সোহেল (১৯), নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), শাকিল (১৭), ফরিদ (৩৮), আলামিন (১৭), হনুফা (৪২)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানান, জাহেদ আলী ও আব্দুর রাজ্জাক নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদ আলীর মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব বাধে। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত তিন দিন ধরে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়।শনিবার রাত ৯টার দিকে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাকিল, এলাহী, ইব্রাহিম, সোহেল এবং গুরুতর আহত হুনাফাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা বলেন, কদমকুড়ি গ্রামের মৃত জেহের আলীর পক্ষের লোকজন দুইনলা বন্দুক দিয়ে তাদের উপরে গুলি চালায়।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের কয়েকজন আহত হন। আহত কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
নাটোরের সিংড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।শনিবার রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- ইব্রাহিম (৩২), এলাহী (২৭), সোহেল (১৯), নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), শাকিল (১৭), ফরিদ (৩৮), আলামিন (১৭), হনুফা (৪২)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানান, জাহেদ আলী ও আব্দুর রাজ্জাক নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদ আলীর মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব বাধে। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত তিন দিন ধরে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়।শনিবার রাত ৯টার দিকে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাকিল, এলাহী, ইব্রাহিম, সোহেল এবং গুরুতর আহত হুনাফাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা বলেন, কদমকুড়ি গ্রামের মৃত জেহের আলীর পক্ষের লোকজন দুইনলা বন্দুক দিয়ে তাদের উপরে গুলি চালায়।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের কয়েকজন আহত হন। আহত কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।