image
নড়াইল : ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের উৎসবে মেতেছিলেন বেলা শেষে বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের বাসিন্দারা -সংবাদ

ভালোবাসা দিবসে অন্যরকম ভালোবাসা পেলেন বয়োবৃদ্ধরা

রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রতিনিধি, নড়াইল

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে আনন্দ উৎসবে মেতেছিলেন বৃদ্ধাশ্রম এবং গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বাসিন্দারা।শুক্রবার দিনব্যাপী বিভিন্ন উৎসবের মধ্যে-কেককাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার পরিবেশন, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সংগঠনের সদস্যদের সেরাকর্মী সম্মাননা প্রদান করা হয়। নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় বেলা শেষে নামক বৃদ্ধাশ্রমে এবং পাশের গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা। কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪৫ জন শিক্ষার্থীর ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সবাই। ভিন্নরকম এই আনন্দ-উৎসবকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষসহ প্রশাসনের কর্মকর্তারাও। শুক্রবার দুপুরে ব্যতিক্রমী এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজের সভাপতিত্বে ও সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল মুস্তারী, বিএম নজরুল ইসলাম, স্কুলশিক্ষক মোহাম্মদ সবুর এবং ব্যাংক কর্মকর্তা খায়রুজ্জামান প্রমুখ।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয় নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় অবস্থিত বেলা শেষে বৃদ্ধাশ্রম। বিশেষদিনে বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধদের সঙ্গে বেলুন ফাটানো, বালিশ বদল খেলাসহ আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি। এছাড়া কেককাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, পুরস্কার বিতরণ এবং সংগঠনের সদস্যদের সেরাকর্মী সম্মাননা দেয়া হয়েছে। এই অনুষ্ঠানে পাশের গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও আমাদের সঙ্গে ছিলেন। সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ব ভালোবাসা দিবসে এই ধরণের ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করছি। আমরা মূলত সমাজের সুবিধাবঞ্চিত এবং বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনে বয়োবৃদ্ধদের নিয়ে তরুণ ছেলেমেয়েদের এ ধরনের ভালো উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে। তাদের এই ধরনের ভালো কাজ শত শত বছর পেরিয়ে যাক- এই প্রত্যাশা করছি। এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বেলতলী বধ্যভূমি দিনে গো-চারণ রাতে মাদকসেবীদের আড্ডা

সম্প্রতি