কুষ্টিয়ায় সড়ক পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। অপরদিকে, মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে এক পোষাক ব্যবসায়ী এবং নওগাঁর আত্রাইয়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
কুষ্টিয়া : কুষ্টিয়ায় সড়ক পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে প্লে শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর দাদি আনোয়ারা।রোববার সকাল সাড়ে ৮টায় শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এ সময় চালক পালিয়ে যাওয়ায় বালুভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বলেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করে দেয়াসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করা হবে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী মো. জামাল শেখ নামে এক পোষাক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক রায়হান (১৭)। গত শনিবার দুপুর পৌণে ২টায় উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জামাল শেখ উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের মৃত জালাল শেখের ছেলে। তিনি ঢাকার জুরাইনে অবস্থিত বিক্রমপুর শপিং কমপ্লেক্সের একজন রেডিমেড পোষাক বিক্রেতা ছিলেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবারের সদ্যরা তার মরদেহ নিয়ে যান। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি আমরা জানি না। খোঁজ-খবর নিয়ে দেখছি।
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদিকুর রহমান বাবু নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার সকাল ১১টায় উপজেলার বারো বিঘা নামক স্থানে আত্রাই-কালীগঞ্জ সড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর রহমান বাবু উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের মৃত আবদুস ছামাদ মৃধার ছেলে। আত্রাই থানার ওসি সাহাবুদ্দীন বলেন, ঘটনাটি শোনার পর আমি সেখানে গিয়েছিলাম। ঘাতক ড্রামট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
কুষ্টিয়ায় সড়ক পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। অপরদিকে, মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে এক পোষাক ব্যবসায়ী এবং নওগাঁর আত্রাইয়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
কুষ্টিয়া : কুষ্টিয়ায় সড়ক পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে প্লে শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর দাদি আনোয়ারা।রোববার সকাল সাড়ে ৮টায় শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এ সময় চালক পালিয়ে যাওয়ায় বালুভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বলেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করে দেয়াসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করা হবে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী মো. জামাল শেখ নামে এক পোষাক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক রায়হান (১৭)। গত শনিবার দুপুর পৌণে ২টায় উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জামাল শেখ উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের মৃত জালাল শেখের ছেলে। তিনি ঢাকার জুরাইনে অবস্থিত বিক্রমপুর শপিং কমপ্লেক্সের একজন রেডিমেড পোষাক বিক্রেতা ছিলেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবারের সদ্যরা তার মরদেহ নিয়ে যান। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি আমরা জানি না। খোঁজ-খবর নিয়ে দেখছি।
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদিকুর রহমান বাবু নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার সকাল ১১টায় উপজেলার বারো বিঘা নামক স্থানে আত্রাই-কালীগঞ্জ সড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর রহমান বাবু উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের মৃত আবদুস ছামাদ মৃধার ছেলে। আত্রাই থানার ওসি সাহাবুদ্দীন বলেন, ঘটনাটি শোনার পর আমি সেখানে গিয়েছিলাম। ঘাতক ড্রামট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।