প্রতিনিধি, চাঁদপুর

রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে নানার বাড়ির ওয়ারিশের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে অতর্কিত হামলায় ইউসুফ পাটওয়ারী (৪০) নামের মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অপর বড় ইব্রাহিম পাটোয়ারী (৫৫)কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে এগারোটার সময় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমামুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি মিয়ারবাজার পাটোয়ারী বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ইউসুফ পাটওয়ারী ওই বাড়ির মৃত কলিমুল্লাহ পাটোয়ারীর ছেলে এবং সে চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের মোবাইল হাউজের স্বত্বাধিকারী। তার দু’জন ছেলে সন্তান রয়েছে। নিহতের বড় বোন রাজিয়া, নাছিমা ও ছোট বোন আমেনা জানান, তাদের খালতো ভাই মাইনুদ্দিন পাটোয়ারীর গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে রবিবার সকালে নিহত ইউসুফ পাটোয়ারী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেলওয়ে হকার্স মার্কেটে মোবাইলের দোকানে আসার পথে, খালাতো ভাই মাইনুদ্দিন, তার ছেলে রমজান, রবিউল, রহিম ও মাইনুদ্দিনের স্ত্রী খাদিজা বেগম মিলে পথিমধ্যে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা, ঘাড়ে এবং শরীরের বিভিন্নস্থানে কোপ দিলে সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। তাকে বাঁচাতে বড় ইব্রাহিম পাটওয়ারী এগিয়ে গেলে হামলাকারীরা তার ওপরও অতর্কিত হামলা চালায়। স্বজনরা তাদের দুজনকে আহতাবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম সুমন ইউসুফকে মৃত ঘোষণা করেন এবং নিহতের বড় ভাই ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আমিনুল ইসলাম সুমন জানান, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার মাথা, কপাল, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তবে ডান পাশের ঘাড়ে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটির কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন। পাশাপাশি আহত ইব্রাহিম মিয়ার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যার কারণে তার অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি। এদিকে ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মাইনুদ্দীন, তার স্ত্রী খাতিজা বেগম ও ছেলে রমজানকে আটক করেন চাঁদপুর মডেল থানা পুলিশ। ঘটনার পর চাঁদপুর মডেল থানার এস আই নাজমুল হোসেন সঙ্গীয়ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরুতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যান। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিনজনকে থানায় নিয়ে এসেছি। বাকিটা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ১

» নবীগঞ্জে এশিয়ার অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র সামিট বিবিয়ানায় অগ্নিকান্ড

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিলল ৯০ লাখ টাকার সিগারেট

» হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

সম্প্রতি