টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার পিতা মৃত. আলী মিয়ার ছেলে । তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করতেন।
ঘটনাস্থলের স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাক চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ থানায় আনার পর পোস্টম্যাডামের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হইছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শনিবার, ১৫ মার্চ ২০২৫
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার পিতা মৃত. আলী মিয়ার ছেলে । তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করতেন।
ঘটনাস্থলের স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাক চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ থানায় আনার পর পোস্টম্যাডামের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হইছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।