সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর সভার ধানগড়া এলাকায় বসেছে অন্যরকম এক ইফতারের বাজার। সেখানে মাত্র ৫ টাকায় পাওয়া গেছে বক্স ভর্তি ইফতার সামগ্রী। এই ৫ টাকায় একজন ক্রেতা কিনতে পেরেছেন ৭টি পণ্য। রমজান উপলক্ষ্যে ধানগড়া পৌর এলাকার যুব সমাজের উদ্যোগে এই বাজার বসে। শুক্রবার বিকেল ৫টায় পৌর এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে একরি স্টলে সাজানো হয় ইফতার সামগ্রী। সেখানে পাওয়া যায় মুড়ি, ছোলা, খেজুর, বেগুনপর চপ, সল্টেজ, বুন্দি। তবে একজন ক্রেতা সেই ৭টি পণ্যের প্রতিটি সর্বোচ্চ ১ বক্স কিনতে পেরেছেন। ৫ টাকায় এতোগুলো ইফতার সামগ্রী পেয়ে খুশি ক্রেতারা।
বাজার করতে আসা একজন বলেন, জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পেলাম। আরেকজন বলেন, টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা বুন্দি। এখন ৫ টাকায় ইফতার সামগ্রী কিনতে পেরে খুব ভালো লাগছে। এ সময় সাধারণ মানুষের পাশে থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন আয়োজকরা। আয়োজক শেখ রিয়াদ, সিমান্ত তালুকদার, হিমেল, বিপুল, তাইম, সাগর, সুজন, আশিক, সায়েম, সালমান, সজিব, রাফিউল, কেএম রাফিসহ অনেকে বলেন, বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করার কথা ভেবেছিলাম। তবে মানুষের কাছে সেটি দান হিসাবে ছিল। তাই মাত্র ৫ টাকার বিনিময়ে সেগুলো দেয়ার আয়োজন করি। সমাজের নি¤œ আয়ের মানুষেরা যেন এগুলোকে আর দান নয়, বরং এসব পণ্য কিনেছেন বলে মনে করতে পারেন। আর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা অর্থ সহায়তা দিয়েছেন তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। সমাজের বৃত্তবানদের সহায়তা পেলে এ উদ্যোগ চলমান থাকবে বলেও জানান আয়োজকেরা।
শনিবার, ১৫ মার্চ ২০২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর সভার ধানগড়া এলাকায় বসেছে অন্যরকম এক ইফতারের বাজার। সেখানে মাত্র ৫ টাকায় পাওয়া গেছে বক্স ভর্তি ইফতার সামগ্রী। এই ৫ টাকায় একজন ক্রেতা কিনতে পেরেছেন ৭টি পণ্য। রমজান উপলক্ষ্যে ধানগড়া পৌর এলাকার যুব সমাজের উদ্যোগে এই বাজার বসে। শুক্রবার বিকেল ৫টায় পৌর এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে একরি স্টলে সাজানো হয় ইফতার সামগ্রী। সেখানে পাওয়া যায় মুড়ি, ছোলা, খেজুর, বেগুনপর চপ, সল্টেজ, বুন্দি। তবে একজন ক্রেতা সেই ৭টি পণ্যের প্রতিটি সর্বোচ্চ ১ বক্স কিনতে পেরেছেন। ৫ টাকায় এতোগুলো ইফতার সামগ্রী পেয়ে খুশি ক্রেতারা।
বাজার করতে আসা একজন বলেন, জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পেলাম। আরেকজন বলেন, টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা বুন্দি। এখন ৫ টাকায় ইফতার সামগ্রী কিনতে পেরে খুব ভালো লাগছে। এ সময় সাধারণ মানুষের পাশে থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন আয়োজকরা। আয়োজক শেখ রিয়াদ, সিমান্ত তালুকদার, হিমেল, বিপুল, তাইম, সাগর, সুজন, আশিক, সায়েম, সালমান, সজিব, রাফিউল, কেএম রাফিসহ অনেকে বলেন, বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করার কথা ভেবেছিলাম। তবে মানুষের কাছে সেটি দান হিসাবে ছিল। তাই মাত্র ৫ টাকার বিনিময়ে সেগুলো দেয়ার আয়োজন করি। সমাজের নি¤œ আয়ের মানুষেরা যেন এগুলোকে আর দান নয়, বরং এসব পণ্য কিনেছেন বলে মনে করতে পারেন। আর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা অর্থ সহায়তা দিয়েছেন তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। সমাজের বৃত্তবানদের সহায়তা পেলে এ উদ্যোগ চলমান থাকবে বলেও জানান আয়োজকেরা।