নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গত রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের পর সাজাপ্রাপ্ত কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে মো. আশরাফুল ইসলাম, একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আনিসুর রহমান ও ইব্রাহীম আলীর ছেলে মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
তাদের একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। একই মামলার অন্য এক ধারায় প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ নভেম্বর খুন হন রূপগঞ্জ উপজেলার বাসিন্দা সাব্বির রহমান। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে তার সহকর্মী আশরাফুল আনিসুর ও মিজানুর গলায় তার পেঁচিয়ে সাব্বিরকে হত্যা করে। এ ঘটনায় গ্রেপ্তার হন সাজাপ্রাপ্ত আসামিরা।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা