বগুড়ায় অগ্নিকাণ্ডে মুদি দোকানীর মৃত্যু

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার দুপচাচিয়ায় শনিবার রাতে মুদি দোকানের ভিতরে আগুনে পুড়ে আফতাব উদ্দিন নামে এক মুদি দোকানীর মৃত্যু হয়েছে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার বাড়ি উপজেলার আমঝুপি উত্তরপাড়ায়। তিনি কখনো বাড়িতে, আবার কখনো দোকানেই ঘুমাতেন। আগুনে ওই মুদি দোকান ছাড়াও একটি গোডাউন এবং একটি চায়ের স্টল পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনবিার রাত ১১টায় উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি সখিনার মোড় এলাকায় আফতাব উদ্দিনের মুদি দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের ইনচাজ মইনুল ইসলাম জানান, মুদি দোকান ছাড়াও পাশের কাচাঁমাল রাখার একটি গোডাউন ও চায়ের স্টল পুড়ে যায়। আগুনে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের টিম পুড়ে যাওয়া দোকান থেকে মুদি দোকানীর মরদেহ উদ্ধার করে। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি