বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। অপরদিকে, জয়পুরহাটের পাঁচবিবিতে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বরিশাল : বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মজিবর মোল্লা নামে ভ্যানের যাত্রী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই ভ্যানের আরও ২ জন যাত্রী। রোববার সকাল সোয়া ১১টায় উপজেলার সাউদেরখাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. বিপুল হোসেন জানান, রোববার সকাল সোয়া ১১টায় ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাউদেরখাল এলাকা অতিক্রমকালে একটি যাত্রীবাহী ভ্যানে জোরে ধাক্কা দেয়। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর মোল্লাসহ ওই ভ্যানের ৩ জন যাত্রী আহত হন। পরে দুর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মজিবর মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন।
পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সৈকত (১৫) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।শনিবার বিকেলে উপজেলার খাসবাগুড়ী গ্রাম সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত খাসবাগুড়ী গ্রামের বজলুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মোবাইলফোনের হেডফোন দুই কানে লাগিয়ে রেল লাইনের ওপরে বসে ছিল সৈকত। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমূখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার ওসি ময়নুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম