পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন প্রতিহিংসার শিকার হয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা একটি এ্যাম্বুলেন্স বর্তমান উপাচার্যের প্রচেষ্টায় আবারও সচল হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার হিসেবে ২০০৩ সালে পাওয়া এ্যাম্বুলেন্সটি আওয়ামী লীগ সরকারের আমলে অযত্ন অবহেলায় ফেলে রাখে পবিপ্রবি’র বরিশাল ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মো. কামাল হোসেন জানান, এ্যাম্বুলেন্সটির পাওয়ার, ইঞ্জিন, চাকা, বডি, লাইটসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত করা হয়েছে। এখন এটি আগের মতোই কার্যকর অবস্থায় রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,একটি বিশ্ববিদ্যালয়ের কোন সম্পদ কখনোই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া উচিত নয়। এটি যারা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছিলেন তারা ঠিক করেননি। এটি সকলের কল্যাণে ব্যবহার হওয়াই যৌক্তিক।
সোমবার, ১৭ মার্চ ২০২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন প্রতিহিংসার শিকার হয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা একটি এ্যাম্বুলেন্স বর্তমান উপাচার্যের প্রচেষ্টায় আবারও সচল হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার হিসেবে ২০০৩ সালে পাওয়া এ্যাম্বুলেন্সটি আওয়ামী লীগ সরকারের আমলে অযত্ন অবহেলায় ফেলে রাখে পবিপ্রবি’র বরিশাল ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মো. কামাল হোসেন জানান, এ্যাম্বুলেন্সটির পাওয়ার, ইঞ্জিন, চাকা, বডি, লাইটসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত করা হয়েছে। এখন এটি আগের মতোই কার্যকর অবস্থায় রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,একটি বিশ্ববিদ্যালয়ের কোন সম্পদ কখনোই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া উচিত নয়। এটি যারা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছিলেন তারা ঠিক করেননি। এটি সকলের কল্যাণে ব্যবহার হওয়াই যৌক্তিক।