ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফারুক হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় বিএসএফ। রোববার দুপুরে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুমিল্লাপাড়া মাঠে সকালে কৃষকরা কাজ করতে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আহত ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরলি গ্রামের মোতালেব শেখের ছেলে। ফারুক হোসেন বলেন, ‘ভারতের রবণবাড়িয়া এলাকা থেকে বিএসএফের সদস্যরা তাকে আটক করে। তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে সীমান্তের দিকে নিয়ে যায়। পরে আমি জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে রেখে যায়। তিনি ১০ বছর ধরে পরিবার নিয়ে আমি ভারতের ভেলর এলাকায় বসবাস করে বলে জানান।
সেখানে আমাদের দেশের রোগীদের সহায়তার কাজ করি। সম্প্রতি রোগী কমে যাওয়ায় অবৈধভাবে ভারতের রবণবাড়িয়া সীমান্ত দিয়ে দেশে ফিরছিলাম।
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি যুবককে নির্যাতনের বিষয়টি শুনেছি। সীমান্তে খোঁজ নেওয়া হচ্ছে।
সোমবার, ১৭ মার্চ ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফারুক হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় বিএসএফ। রোববার দুপুরে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুমিল্লাপাড়া মাঠে সকালে কৃষকরা কাজ করতে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আহত ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরলি গ্রামের মোতালেব শেখের ছেলে। ফারুক হোসেন বলেন, ‘ভারতের রবণবাড়িয়া এলাকা থেকে বিএসএফের সদস্যরা তাকে আটক করে। তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে সীমান্তের দিকে নিয়ে যায়। পরে আমি জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে রেখে যায়। তিনি ১০ বছর ধরে পরিবার নিয়ে আমি ভারতের ভেলর এলাকায় বসবাস করে বলে জানান।
সেখানে আমাদের দেশের রোগীদের সহায়তার কাজ করি। সম্প্রতি রোগী কমে যাওয়ায় অবৈধভাবে ভারতের রবণবাড়িয়া সীমান্ত দিয়ে দেশে ফিরছিলাম।
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি যুবককে নির্যাতনের বিষয়টি শুনেছি। সীমান্তে খোঁজ নেওয়া হচ্ছে।