নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রাতে পৃথক দুই স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি দোকান ও একটি বাড়িতে দুটি গ্রুপে ২৫/৩০ জন ডাকাত পৃথকভাবে ডাকাতি করে। ডাকাতির কাজে বাঁধা দেয়ায় এক নারীকে কুপিয়ে ও এক পুরুষকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করে নগদ টাকা, মালামাল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। রোববার রাতে পিরোজপুরের নয়াগাঁও ও পৌরসভা এলাকার নোয়াইল গ্রামে ডাকাতির এসব ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, নয়াগাঁও গ্রামের ঘটনায় ডাকাত সোহান ওরফে জঙ্গী সোহানের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সোহানকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ, র্যাব এবং ডিবি। এছাড়া নোয়াইল এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে, তাদেরকেও গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এই দুই ডকাতির ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।