ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে পড়ে আছে। ফলে ভোগান্তিতে রয়েছেন শতাধিক যাত্রী। সোমবার দুপুর ১টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বেলা সাড়ে ৩টায় নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে ভৈরব স্টেশনে আনে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়নি। জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সঠিক সময়ে ভৈরব স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ১২টা ৫০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যেতেই পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ৩ ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারো সিন্দুর গোধূলি ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
যাত্রীরা বলছেন, একতো রোজা রেখেছেন। আবার অসহনীয় গরমে ভোগান্তিতে রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ কোন কিছু যাত্রীদের বলছে না। এর আগেও সোমবার একই ট্রেন কুলিয়ারচরে হঠাৎ বিকল হয়ে যায়। যাত্রী বাঁধন বৈষ্ণব, জাকির মিয়া এবং শাহাদাত হোসেন মিল্টন বলেন, ৫ ঘণ্টা ধরে ভৈরব রেলওয়ে স্টেশনে বসে আছি। কখন বাড়ি যাবো বলতে পারছি না। রেল কর্তৃপক্ষ কিছু বলছে না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা রয়েছে। তারা যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে না। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমাষ্টার সুমন মিয়া বলেন, ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন চালু হলেও কাজ করছে না। নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে সেটির সহযোগিতায় পুনরায় ট্রেনটি ভৈরব এনে মেরামত করা হচ্ছে। আশা করা যাচ্ছে বিকেল সাড়ে ৫টায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে পড়ে আছে। ফলে ভোগান্তিতে রয়েছেন শতাধিক যাত্রী। সোমবার দুপুর ১টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বেলা সাড়ে ৩টায় নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে ভৈরব স্টেশনে আনে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়নি। জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সঠিক সময়ে ভৈরব স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ১২টা ৫০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যেতেই পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ৩ ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারো সিন্দুর গোধূলি ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
যাত্রীরা বলছেন, একতো রোজা রেখেছেন। আবার অসহনীয় গরমে ভোগান্তিতে রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ কোন কিছু যাত্রীদের বলছে না। এর আগেও সোমবার একই ট্রেন কুলিয়ারচরে হঠাৎ বিকল হয়ে যায়। যাত্রী বাঁধন বৈষ্ণব, জাকির মিয়া এবং শাহাদাত হোসেন মিল্টন বলেন, ৫ ঘণ্টা ধরে ভৈরব রেলওয়ে স্টেশনে বসে আছি। কখন বাড়ি যাবো বলতে পারছি না। রেল কর্তৃপক্ষ কিছু বলছে না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা রয়েছে। তারা যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে না। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমাষ্টার সুমন মিয়া বলেন, ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন চালু হলেও কাজ করছে না। নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে সেটির সহযোগিতায় পুনরায় ট্রেনটি ভৈরব এনে মেরামত করা হচ্ছে। আশা করা যাচ্ছে বিকেল সাড়ে ৫টায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।