বরগুনার বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক বাবুলের চোখের চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। ইতোমধ্যে তার চোখের চিকিৎসায় ধারদেনা, ঋণ নিয়ে দেশে এবং ভারতে ৫ লাখ টাকার বেশি টাকা ব্যয় হয়েছে। আগামী ৩ মাসের মধ্য ভারতের চিন্নাই উন্নত চিকিৎসার জন্য আরও ৫ লাখ টাকা প্রয়োজন। ২০১৪ সালের ৭ অক্টোবর ঘূর্নিঝড় হুদহুদ’র কবলে পড়ে। এসময় বাবুল রিক্সা নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য বাড়ির দিকে রওনা হলে পথে গাছে ডাল এসে তার মাথায় আঘাত লাগে। এ সময় তার ডান চোখের লেন্স, কর্নিয়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। মা, স্ত্রী আর দুই সন্তানসহ ৫ সদস্যের পরিবার বাবুলের। মাত্র ৩ শতক জমির ওপর মাথা গোঁজার জন্য শুধু একটি বাড়ি রয়েছে তাদের। সম্পদের মধ্যে রয়েছে কেবল একটি রিকশা। রিকশা চালিয়েই বাবুলকে পরিবারের সদস্যদের ভরণ-পোষণ করতে হয়।
বাবুল বলেন, ডান চোখ দিয়া কিছুই দেখি না। বাম চোখ দিয়া হালকা দেখি, এখন ভারতের চেন্নাই উন্নত চিকিৎসার জন্য সর্বমোট ৫ লাখ টাকা দরকার। আপনারা মোরে সাহায্য করলে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো। বাবুলের ছোট ছেলে জিহাদ (৯) মাদরাসায় ইবতেদায়ী তৃতীয় শ্রেণিতে পড়ে। জিহাদ জানায়, আমার আব্বুকে আপনারা সাহায্য করলে আমি ভালোভাবে পড়ালেখা করতে পারবো।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বাবুলের পার্সোনাল বিকাশ নম্বর
০১৭৩৭৬৬২৫২৯ এবং
সোনালী ব্যাংক বেতাগী শাখার
সঞ্চয়ী হিসাব নম্বর
৪৩০৭১০০০১০০৪০
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
বরগুনার বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক বাবুলের চোখের চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। ইতোমধ্যে তার চোখের চিকিৎসায় ধারদেনা, ঋণ নিয়ে দেশে এবং ভারতে ৫ লাখ টাকার বেশি টাকা ব্যয় হয়েছে। আগামী ৩ মাসের মধ্য ভারতের চিন্নাই উন্নত চিকিৎসার জন্য আরও ৫ লাখ টাকা প্রয়োজন। ২০১৪ সালের ৭ অক্টোবর ঘূর্নিঝড় হুদহুদ’র কবলে পড়ে। এসময় বাবুল রিক্সা নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য বাড়ির দিকে রওনা হলে পথে গাছে ডাল এসে তার মাথায় আঘাত লাগে। এ সময় তার ডান চোখের লেন্স, কর্নিয়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। মা, স্ত্রী আর দুই সন্তানসহ ৫ সদস্যের পরিবার বাবুলের। মাত্র ৩ শতক জমির ওপর মাথা গোঁজার জন্য শুধু একটি বাড়ি রয়েছে তাদের। সম্পদের মধ্যে রয়েছে কেবল একটি রিকশা। রিকশা চালিয়েই বাবুলকে পরিবারের সদস্যদের ভরণ-পোষণ করতে হয়।
বাবুল বলেন, ডান চোখ দিয়া কিছুই দেখি না। বাম চোখ দিয়া হালকা দেখি, এখন ভারতের চেন্নাই উন্নত চিকিৎসার জন্য সর্বমোট ৫ লাখ টাকা দরকার। আপনারা মোরে সাহায্য করলে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো। বাবুলের ছোট ছেলে জিহাদ (৯) মাদরাসায় ইবতেদায়ী তৃতীয় শ্রেণিতে পড়ে। জিহাদ জানায়, আমার আব্বুকে আপনারা সাহায্য করলে আমি ভালোভাবে পড়ালেখা করতে পারবো।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বাবুলের পার্সোনাল বিকাশ নম্বর
০১৭৩৭৬৬২৫২৯ এবং
সোনালী ব্যাংক বেতাগী শাখার
সঞ্চয়ী হিসাব নম্বর
৪৩০৭১০০০১০০৪০