চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ভুজপুর থানার শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রমজান আলী (২৪)। সংঘর্ষের ঘটনায় পুলিশ বিরোধী পক্ষের পাঁচজনকে আটক করেছে।
কীভাবে ঘটল সংঘর্ষ?
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, রমজান ও তাঁর বন্ধু আহমদ ছফার সঙ্গে হাসান নামে এক যুবকের মোটরসাইকেল নিয়ে বিরোধ চলছিল।
তিনি বলেন, “মঙ্গলবার রাতে রমজান ও ছফা শান্তিরহাট বাজারে গেলে হাসান দলবল নিয়ে তাদের ঘিরে ধরে এবং মোটরসাইকেল নিয়ে তর্ক শুরু করে। একপর্যায়ে রমজান ও ছফা হাসানকে মারধর করে।”
এরপর হাসান পাল্টা হামলা চালিয়ে রমজানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হাসানসহ পাঁচজনকে আটক করেছে ।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক