alt

প্রতিবাদ আন্দোলনের মধ্যে থেমে নেই শিশু-নারী ধর্ষণ-নির্যাতন

নিজস্ব বার্তা পরিবেশক : বুধবার, ১৯ মার্চ ২০২৫

সারাদেশে শিশু ও নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠলেও থেমে নেই শিশু ও নারী ধর্ষণ-নির্যাতন। গত দু’দিনে কুমিল্লায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ করা হয়েছে, যশোরেও এক তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’ করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে আরেক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আসামি ও অভিযুক্তদের গ্রেপ্তার করছে। কিন্তু এরই মধ্যে চলছে শিশু-নারী ধর্ষণ-নির্যাতন।

বুধবারও দেশের বিভিন্ন এলাকা থেকে শিশু-নারী ধর্ষণ ও নির্যাতনের খবর পাওয়া গেছে।

কুমিল্লায় তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’

কুমিল্লার লাকসাম উপজেলায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, রোববার তরুণীর মা থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার মনোহরপুর এলাকার ছেলে মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

মামলার বরাতে ওসি নাজনীন বলেন, ‘নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী তার স্বামীকে নিয়ে নানাশ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হন। ১৪ মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক মাসুদ তারা স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করে। একপর্যায়ে কৌশলে মাসুদ তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে।’ তিনি আরও বলেন, ‘অপহরণের পর অভিযুক্তরা তরুণীকে বড়তুপা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মাসুদ ও মোহাম্মদ তাকে ধর্ষণ করে। পরে তরুণীকে লাকসাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তারের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়।’

নাজনীন বলেন, ‘ঘটনার পর তরুণীর স্বামী তাদের স্থানীয় আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। পরে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানেই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।’

যশোরে তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজন ছাত্রদল নেতা। এ অভিযোগে যাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গদখালী ইউনিয়নের একটি লিচুবাগানে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। তবে গ্রেপ্তারদের স্বজনদের দাবি, ওই তরুণী চুক্তিতে এসে টাকা কম পাওয়ায় ধর্ষণের অভিযোগ করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত (২২), একই এলাকার জাবেদ হোসেন (২৮), আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) (২১) এবং আমিনুর রহমান (২০)। তাদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পি) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

ওসি বাবলুর রহমান বলেন, রোববার বিকেলে থানায় ফোনে এক নারী ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে (১৯) উদ্ধার করে। তিনি পাশের মনিরামপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

ওই তরুণীর অভিযোগের বরাতে ওসি বলেন, ‘মেয়েটি বেনাপোলে তার খালার বাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে ফুল কিনতে নামেন। বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে ওই চারজনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখানোর কথা বলে তাকে পটুয়াপাড়া গ্রামে এক লিচুবাগানে নিয়ে ধর্ষণ করা হয়।‘

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে ১১ বছর বয়সী আরেক শিশুকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানিয়েছেন, রোববার দুপুরের এই ঘটনায় ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। তিনি বলেন, ‘ রোববার দুপুর দেড়টার দিকে গাছে পানি দেয়ার কথা বলে মেয়েটিকে সঙ্গে নিয়ে ছাদে যায় ছেলেটি। সন্ধ্যার পর মেয়েটির বাবা-মা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে হেফাজতে নেয়া হয়েছে।’

ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, প্রথমে তাকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছিল। পরে রাত পৌনে একটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষিত

সিরাজগঞ্জ শহরে আট বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সদর থানার ওসি হুমায়ুন কবির বুধবার বিকেলে বলেন, রোববার রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে এবং এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারা যায়। এ ঘটনা সারাদেশে তোলপাড় তৈরি করে। এর মধ্যেই সিরাজগঞ্জে শিশু ধর্ষণের ঘটনা ঘটল।

শিশুটির স্বজনরা জানান, রোববার বিকেলে শিশুটি খেলা করছিল। ওই সময় তাকে এক কিশোর ধরে পাশের একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, ‘শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।’

ছবি

মেরিন ড্রাইভ সৈকতে ২৯ ভুক্তভোগী উদ্ধার

ছবি

জুলাই শহীদের কন্যা ধর্ষণ মামলার ৩ জনের কারাদণ্ড

ছবি

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিক বিক্ষোভ

ছবি

চট্টগ্রামে নিরাপত্তা ঝুঁকির মুখে ফ্লাইওভার, ১৪০ নাট-বোল্টু চুরি

ছবি

পুঁজির অভাবে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লালপুরের মৃৎশিল্প আশীষ কুমার সরকার সুইট,

ছবি

এবার পাঁচ দাবিতে আন্দোলনে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

ছবি

মাদারগঞ্জে এমদাদ ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে লাউ চাষে লাভবান

ছবি

দামুড়হুদায় ছাতিম ফুলের মিষ্টি সুবাসে মুগ্ধ পথচারী

ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি

আগের মতো জাতীয় ফুল শাপলা দেখা যায় না

ছবি

মানিকগঞ্জে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

ছবি

চান্দিনায় খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

ছবি

ধর্মপুর কলেজের অধ্যক্ষ ছামিউল চুড়ান্তভাবে বরখাস্ত

পানিতে ডুবে শিশুর ও বিষপানে যুবকেরা আত্মহত্যা

ছবি

মতলবে বিএসটিআইর অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

চকরিয়ায় লোকালয়ে অবৈধ গ্যাসের গোডাউন দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

ছবি

নবীগঞ্জে নারীর আত্মহত্যা

ছবি

নন্দীগ্রামে গো খাদ্যর তীব্র সংকট, বিপাকে খামারিরা

ছবি

সবুজের গল্পে কৃষির ইতিহাস শাহ কৃষি জাদুঘর দেশের সর্ববৃহৎ কৃষি জাদুঘর নওগাঁয়

ছবি

সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছবি

গাইবান্ধায় ইটভাটা মালিকদের অভিযোগ অস্বচ্ছ নীতিমালার শুরুতে নীরব, মাঝপথে অভিযান

ছবি

কেশবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার বীজ সার বিতরণ

ছবি

চকরয়িায় ট্রেনে কাটা পড়ে মানসকি ভারসাম্যহীন বৃদ্ধা নারী নহিত

ছবি

সিরাজগঞ্জে বন্যা না হওয়ায় প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যাওয়ার শঙ্কা

ছবি

সেন্ট মার্টিনে নৌযান চলাচলের জন্য লাগবে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন

ছবি

সৈয়দপুরে চার মাদকসেবীর কারাদণ্ড

ছবি

মোংলায় মাদক ব্যবসায়ী আকবারসহ আটক ৩

ছবি

বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

ছবি

পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গে ৯ রোগী শনাক্ত

ছবি

স্বরাষ্ট্র উপদেষ্ঠাকে ‘অপদার্থ ও অযোগ্য’ বললেন এবি পার্টির ফুয়াদ

ছবি

গৌরনদীতে অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মেলেনি

ছবি

আদমদীঘিতে আমন খেতে মাজরা পোকার হানা, দিশেহারা কৃষক

ছবি

কলেজের সামনে ময়লার ভাগারকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ

ছবি

জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, আহত এক সদস্য

ছবি

ডিমলায় ভিডাব্লিউবির চাল দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের কারণে বিতরণ বন্ধ

ছবি

জয়পুরহাটে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

tab

প্রতিবাদ আন্দোলনের মধ্যে থেমে নেই শিশু-নারী ধর্ষণ-নির্যাতন

নিজস্ব বার্তা পরিবেশক

বুধবার, ১৯ মার্চ ২০২৫

সারাদেশে শিশু ও নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠলেও থেমে নেই শিশু ও নারী ধর্ষণ-নির্যাতন। গত দু’দিনে কুমিল্লায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ করা হয়েছে, যশোরেও এক তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’ করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে আরেক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আসামি ও অভিযুক্তদের গ্রেপ্তার করছে। কিন্তু এরই মধ্যে চলছে শিশু-নারী ধর্ষণ-নির্যাতন।

বুধবারও দেশের বিভিন্ন এলাকা থেকে শিশু-নারী ধর্ষণ ও নির্যাতনের খবর পাওয়া গেছে।

কুমিল্লায় তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’

কুমিল্লার লাকসাম উপজেলায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, রোববার তরুণীর মা থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার মনোহরপুর এলাকার ছেলে মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

মামলার বরাতে ওসি নাজনীন বলেন, ‘নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী তার স্বামীকে নিয়ে নানাশ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হন। ১৪ মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক মাসুদ তারা স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করে। একপর্যায়ে কৌশলে মাসুদ তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে।’ তিনি আরও বলেন, ‘অপহরণের পর অভিযুক্তরা তরুণীকে বড়তুপা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মাসুদ ও মোহাম্মদ তাকে ধর্ষণ করে। পরে তরুণীকে লাকসাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তারের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়।’

নাজনীন বলেন, ‘ঘটনার পর তরুণীর স্বামী তাদের স্থানীয় আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। পরে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানেই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।’

যশোরে তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজন ছাত্রদল নেতা। এ অভিযোগে যাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গদখালী ইউনিয়নের একটি লিচুবাগানে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। তবে গ্রেপ্তারদের স্বজনদের দাবি, ওই তরুণী চুক্তিতে এসে টাকা কম পাওয়ায় ধর্ষণের অভিযোগ করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত (২২), একই এলাকার জাবেদ হোসেন (২৮), আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) (২১) এবং আমিনুর রহমান (২০)। তাদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পি) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

ওসি বাবলুর রহমান বলেন, রোববার বিকেলে থানায় ফোনে এক নারী ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে (১৯) উদ্ধার করে। তিনি পাশের মনিরামপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

ওই তরুণীর অভিযোগের বরাতে ওসি বলেন, ‘মেয়েটি বেনাপোলে তার খালার বাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে ফুল কিনতে নামেন। বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে ওই চারজনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখানোর কথা বলে তাকে পটুয়াপাড়া গ্রামে এক লিচুবাগানে নিয়ে ধর্ষণ করা হয়।‘

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে ১১ বছর বয়সী আরেক শিশুকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানিয়েছেন, রোববার দুপুরের এই ঘটনায় ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। তিনি বলেন, ‘ রোববার দুপুর দেড়টার দিকে গাছে পানি দেয়ার কথা বলে মেয়েটিকে সঙ্গে নিয়ে ছাদে যায় ছেলেটি। সন্ধ্যার পর মেয়েটির বাবা-মা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে হেফাজতে নেয়া হয়েছে।’

ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, প্রথমে তাকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছিল। পরে রাত পৌনে একটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষিত

সিরাজগঞ্জ শহরে আট বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সদর থানার ওসি হুমায়ুন কবির বুধবার বিকেলে বলেন, রোববার রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে এবং এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারা যায়। এ ঘটনা সারাদেশে তোলপাড় তৈরি করে। এর মধ্যেই সিরাজগঞ্জে শিশু ধর্ষণের ঘটনা ঘটল।

শিশুটির স্বজনরা জানান, রোববার বিকেলে শিশুটি খেলা করছিল। ওই সময় তাকে এক কিশোর ধরে পাশের একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, ‘শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।’

back to top