হিজড়াদের মাঝে ইফতার বিতরণ কক্সবাজার জেলা পরিষদের

বুধবার, ১৯ মার্চ ২০২৫
প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার জেলা পরিষদ সমাজের তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রোববার।

জেলা পরিষদের প্রশাসক ও কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। ওই সময় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলো সমাজে অবহেলিত হয়। তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, জেলা পরিষদ সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবারও সমাজের অবহেলিত শ্রেণী হিজড়া সম্প্রদায়ের অধিবাসীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এই ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি