বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে জেলার ২২টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে অনেকে অটোরিকশা ও ভ্যানে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
মঙ্গলবার ইফতারের আগে শহরের স্টেশন সড়কে নারকেল ব্যবসায়ীদের সঙ্গে মোটর শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য হযরত আলীর ওপর হামলা হয়। আহত দুই শ্রমিক নেতাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার জেরে বুধবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা শহরে মিছিল বের করেন। স্টেশন সড়কে কয়েকটি নারকেল আড়তে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে বিক্ষোভকারীরা তাঁদের গাড়ি অবরোধ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বগুড়া বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার জানান, বগুড়া থেকে জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, ময়মনসিংহ, পাবনা, নগরবাড়ী, সিরাজগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, নাটোর, রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে প্রতিদিন গড়ে ছয় শতাধিক বাস ও মিনিবাস চলাচল করে। শ্রমিক ইউনিয়নের নেতারা এই রুটগুলোর বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।
বুধবার, ১৯ মার্চ ২০২৫
বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে জেলার ২২টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে অনেকে অটোরিকশা ও ভ্যানে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
মঙ্গলবার ইফতারের আগে শহরের স্টেশন সড়কে নারকেল ব্যবসায়ীদের সঙ্গে মোটর শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য হযরত আলীর ওপর হামলা হয়। আহত দুই শ্রমিক নেতাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার জেরে বুধবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা শহরে মিছিল বের করেন। স্টেশন সড়কে কয়েকটি নারকেল আড়তে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে বিক্ষোভকারীরা তাঁদের গাড়ি অবরোধ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বগুড়া বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার জানান, বগুড়া থেকে জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, ময়মনসিংহ, পাবনা, নগরবাড়ী, সিরাজগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, নাটোর, রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে প্রতিদিন গড়ে ছয় শতাধিক বাস ও মিনিবাস চলাচল করে। শ্রমিক ইউনিয়নের নেতারা এই রুটগুলোর বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।