দেওয়ানগঞ্জের গুলুরঘাট এলাকায় প্রধান সড়কের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণ ও আপগ্রেডেশনের কাজ চলছে। উপজেলা বনবিভাগ কর্তৃক ঠিকাদার সড়কের গাছগুলোর শুধুমাত্র ডাল কাটার অনুমতি নিয়ে মূল ডাল এবং মূল আগাল কেটে ফেলছে। যার কোনো অনুমতি নেই।
সড়কের গাছগুলোর ডাল কর্তনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টি.ডি এন্টারপ্রাইজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপজেলা বনবিভাগ হতে অনুমতি নিয়েছেন। অনুমোদনপত্রে বনবিভাগ কর্তৃপক্ষ লিখেছেন ‘শুধু গাছের ডাল কাটার ক্ষেত্রে অনুমতি দেয়া গেল।’
এদিকে সরেজমিন দেখা যায়, ডাল কাটার অনুমতি নিয়েই ঠিকাদারের নির্দেশে শ্রমিকরা দেদারছে কাটছে গাছের মূল আগাল এবং মূল ডাল।
এ সময় গুলুঘাট এলাকার বাসিন্দা বদী মিয়া, স্বাধীন মিয়াসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির ভাষ্য, যেভাবে গাছগুলোর আগালসহ মূল ডাল কেটেছে এতে অল্প দিনের ভিতর গাছগুলো মরে যাবে এবং দেওয়ানগঞ্জের পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়বে।
মেসার্স টি.ডি এন্টারপ্রাইজের ঠিকাদার বাইজিদ বলেন, লাইন নিতে গেলে অনেক সময় মূল ডাল বা আগাল লাইন সোজা পড়ে যায় তাই শ্রমিকরা কেটে ফেলে।
দেওয়ানগঞ্জ উপজেলা ফরেস্টার মো. রাশেদ ইবনে সিরাজ বলেন, পল্লী বিদ্যুতের একজন ঠিকাদার ডাল কাটার অনুমতি নিতে এসেছিল। তাকে শুধু মাত্র ডাল কাটার অনুমতি দেয়া হয়েছে। ছোট বড় কোন গাছেরই আগাল কাটা যাবে না। আগাল কাটা গাছ কাটার সমান এবং এটি অপরাধ। আগাল কাটলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বুধবার, ১৯ মার্চ ২০২৫
দেওয়ানগঞ্জের গুলুরঘাট এলাকায় প্রধান সড়কের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণ ও আপগ্রেডেশনের কাজ চলছে। উপজেলা বনবিভাগ কর্তৃক ঠিকাদার সড়কের গাছগুলোর শুধুমাত্র ডাল কাটার অনুমতি নিয়ে মূল ডাল এবং মূল আগাল কেটে ফেলছে। যার কোনো অনুমতি নেই।
সড়কের গাছগুলোর ডাল কর্তনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টি.ডি এন্টারপ্রাইজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপজেলা বনবিভাগ হতে অনুমতি নিয়েছেন। অনুমোদনপত্রে বনবিভাগ কর্তৃপক্ষ লিখেছেন ‘শুধু গাছের ডাল কাটার ক্ষেত্রে অনুমতি দেয়া গেল।’
এদিকে সরেজমিন দেখা যায়, ডাল কাটার অনুমতি নিয়েই ঠিকাদারের নির্দেশে শ্রমিকরা দেদারছে কাটছে গাছের মূল আগাল এবং মূল ডাল।
এ সময় গুলুঘাট এলাকার বাসিন্দা বদী মিয়া, স্বাধীন মিয়াসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির ভাষ্য, যেভাবে গাছগুলোর আগালসহ মূল ডাল কেটেছে এতে অল্প দিনের ভিতর গাছগুলো মরে যাবে এবং দেওয়ানগঞ্জের পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়বে।
মেসার্স টি.ডি এন্টারপ্রাইজের ঠিকাদার বাইজিদ বলেন, লাইন নিতে গেলে অনেক সময় মূল ডাল বা আগাল লাইন সোজা পড়ে যায় তাই শ্রমিকরা কেটে ফেলে।
দেওয়ানগঞ্জ উপজেলা ফরেস্টার মো. রাশেদ ইবনে সিরাজ বলেন, পল্লী বিদ্যুতের একজন ঠিকাদার ডাল কাটার অনুমতি নিতে এসেছিল। তাকে শুধু মাত্র ডাল কাটার অনুমতি দেয়া হয়েছে। ছোট বড় কোন গাছেরই আগাল কাটা যাবে না। আগাল কাটা গাছ কাটার সমান এবং এটি অপরাধ। আগাল কাটলে আইনি ব্যবস্থা নেয়া হবে।