সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল আরোহী খুন হয়েছেন। নিহত সাহেল শাহরিয়ার (২৬) উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটে। যুবক মোটরসাইকেল করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে রাধানগর বাজারের কাছে অজ্ঞাত লোকজন তাকে হত্যা করে ফেলে যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, কিছু ক্লু পাওয়া গেছে, এর সূত্র ধরে আমরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছি। মাঠে ডিবির টিম ও এডিশনার এসপি কাজ করছেন। হত্যাকাণ্ডের সময় কিছু লোকজন আশপাশে ছিল তাদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের মোটিভ বের করা যাবে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। বাড়ি থেকে প্রায় ৭ মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা। এসময় সাহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ অর্থ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত সাহেল রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানারওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে টাকা ও মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
বুধবার, ১৯ মার্চ ২০২৫
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল আরোহী খুন হয়েছেন। নিহত সাহেল শাহরিয়ার (২৬) উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটে। যুবক মোটরসাইকেল করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে রাধানগর বাজারের কাছে অজ্ঞাত লোকজন তাকে হত্যা করে ফেলে যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, কিছু ক্লু পাওয়া গেছে, এর সূত্র ধরে আমরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছি। মাঠে ডিবির টিম ও এডিশনার এসপি কাজ করছেন। হত্যাকাণ্ডের সময় কিছু লোকজন আশপাশে ছিল তাদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের মোটিভ বের করা যাবে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। বাড়ি থেকে প্রায় ৭ মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা। এসময় সাহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ অর্থ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত সাহেল রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানারওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে টাকা ও মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।