চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবে সাংবাদিক আবেদুজ্জামান আমিরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে পটিয়া উপজেলা থেকে তাকে আটক করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আবেদুজ্জামান আমিরী দৈনিক যুগান্তর ও চট্টগ্রামের আঞ্চলিক সংবাদপত্র দৈনিক পূর্বদেশের পটিয়া প্রতিনিধি।

র‍্যাব-৭ এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, নগরীর হালিশহর থানায় হওয়া এক হত্যা চেষ্টা মামলার আসামি আমিরী। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, "র‍্যাব বুধবার রাতে আমাদের কাছে আমিরীকে হস্তান্তর করেছে। এরপর সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

গত ২০ আগস্ট হালিশহর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে বাদী সাজ্জাদ আহমেদ সাদ্দাম ও তার ফুফাতো ভাই সিআরবি তিন রাস্তা এলাকায় গেলে সেখানে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে সাদ্দামের ফুফাতো ভাই গুলিবিদ্ধ হন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এ মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর সবুর লিটনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সাংবাদিক আবেদুজ্জামান আমিরীকে এই মামলায় ২৯ নম্বর আসামি করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি