ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকরা সড়ক অবরোধ ক‌রে‌ছে

সংবাদ অনলাইন রিপোর্ট

রোজার ঈদের ছুটি দুই দিন বাড়িয়ে ১২ দিন করার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা কারখানার শ্রমিকরা এ অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।

ওসি আব্দুল হালিম বলেন, "এবার অধিকাংশ পোশাক কারখানা রোজার ঈদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা ছুটি আরও দুই দিন বাড়িয়ে ১২ দিন করার দাবি জানান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এ দাবি না মানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।"

একপর্যায়ে তারা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» শিল্প-কৃষি-চিকিৎসাসমৃদ্ধ পলাশের ইতিকথা

» মিঠাপুকুরে চারজনকে ব্যাকডেটে নিয়োগ জালিয়াতির অভিযোগ

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি