image

ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রোজার ঈদের ছুটি ১০ দিনের পরিবর্তে ১২ দিন করার দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটা কারখানার শ্রমিকরা এ অবরোধ শুরু করেন।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, অধিকাংশ পোশাক কারখানায় এবারের ঈদের ছুটি ১০ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ইউটা কারখানার শ্রমিকরা আরও দুই দিন ছুটি বাড়ানোর দাবি জানালে কর্তৃপক্ষ তা নাকচ করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সড়ক ছাড়লে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি