বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদকে অবরুদ্ধ করার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে কারফিউ জারি হয়েছিল। এজন্য তাকে আটক করা প্রয়োজন।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘শরীফ মাহমুদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে ওসি জানান, দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা গেছে। দুদকের তদন্ত চলমান রয়েছে, তাই তাকে আটক দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে সংস্থাটি। আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
প্রায় এক দশক তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত।
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদকে অবরুদ্ধ করার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে কারফিউ জারি হয়েছিল। এজন্য তাকে আটক করা প্রয়োজন।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘শরীফ মাহমুদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে ওসি জানান, দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা গেছে। দুদকের তদন্ত চলমান রয়েছে, তাই তাকে আটক দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে সংস্থাটি। আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
প্রায় এক দশক তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত।