লক্ষ্মীপুরের সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে রাতেই অভিযুক্ত নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ। গ্রেপ্তার হৃদয়ের বয়স ২০ বছর এবং তিনি উত্তর হামছাদী গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তানকে সঙ্গে নিয়ে হৃদয়ের বাড়িতে যান তিনি। হৃদয় তখন কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নেয় এবং তার স্ত্রী ঘরে আছে বলে আশ্বস্ত করে।
নারী ঘরে ঢুকতেই হৃদয় পেছন থেকে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে হৃদয় তাকে পাশের ঘরে আটকে রাখে।
কিছুক্ষণ পর নারী কোনোভাবে হাতের বাঁধন খুলে পালানোর চেষ্টা করলে হৃদয় উঠানে ধরে ফেলে এবং মুখে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি আবদুল মোন্নাফ জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
লক্ষ্মীপুরের সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে রাতেই অভিযুক্ত নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ। গ্রেপ্তার হৃদয়ের বয়স ২০ বছর এবং তিনি উত্তর হামছাদী গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তানকে সঙ্গে নিয়ে হৃদয়ের বাড়িতে যান তিনি। হৃদয় তখন কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নেয় এবং তার স্ত্রী ঘরে আছে বলে আশ্বস্ত করে।
নারী ঘরে ঢুকতেই হৃদয় পেছন থেকে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে হৃদয় তাকে পাশের ঘরে আটকে রাখে।
কিছুক্ষণ পর নারী কোনোভাবে হাতের বাঁধন খুলে পালানোর চেষ্টা করলে হৃদয় উঠানে ধরে ফেলে এবং মুখে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি আবদুল মোন্নাফ জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।