কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে ডুবে গেছে। আজ শনিবার ভোরে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পরুষ ও শিশুকে উদ্ধার করেছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।
নৌকার মালিক মোহাম্মদ আমিন বলেন, মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহি নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌ-ঘাট দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়।
খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় নৌকাটি এবং ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। কর্নেল আশিকুর জানান, উদ্ধার কার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২২ মার্চ ২০২৫
কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে ডুবে গেছে। আজ শনিবার ভোরে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পরুষ ও শিশুকে উদ্ধার করেছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।
নৌকার মালিক মোহাম্মদ আমিন বলেন, মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহি নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌ-ঘাট দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়।
খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় নৌকাটি এবং ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। কর্নেল আশিকুর জানান, উদ্ধার কার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।