দিনাজপুরের পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের জামিনে স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ৫ মার্চের আদেশে তাকে গ্রেপ্তার করারও নির্দেশ দেওয়া হয়েছে।
৮ বছর ৪ মাস কারাদণ্ড ভোগের পর ১৯ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন সাইফুল ইসলাম। জামিনের পর তাকে এলাকায় পাওয়া যায়নি বলে শিশুটির পরিবার জানায়।
২০১৬ সালে দিনাজপুরে শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতসহ সিগারেটের ছ্যাঁকা ছিল। ঘটনার পর সাইফুল ইসলামের অপরাধ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এনিয়ে নারী ও শিশু অধিকারকর্মীদের ক্ষোভ সৃষ্টি হয়। সাইফুল ইসলামের জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। আদালত জামিন স্থগিতের আদেশ দেন।
পাবর্তীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলে তারা আসামির খোঁজে পদক্ষেপ নেবেন।
রোববার, ২৩ মার্চ ২০২৫
দিনাজপুরের পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের জামিনে স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ৫ মার্চের আদেশে তাকে গ্রেপ্তার করারও নির্দেশ দেওয়া হয়েছে।
৮ বছর ৪ মাস কারাদণ্ড ভোগের পর ১৯ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন সাইফুল ইসলাম। জামিনের পর তাকে এলাকায় পাওয়া যায়নি বলে শিশুটির পরিবার জানায়।
২০১৬ সালে দিনাজপুরে শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতসহ সিগারেটের ছ্যাঁকা ছিল। ঘটনার পর সাইফুল ইসলামের অপরাধ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এনিয়ে নারী ও শিশু অধিকারকর্মীদের ক্ষোভ সৃষ্টি হয়। সাইফুল ইসলামের জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। আদালত জামিন স্থগিতের আদেশ দেন।
পাবর্তীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলে তারা আসামির খোঁজে পদক্ষেপ নেবেন।