বরিশালের গৌরনদী উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান একাধিক মামলার আসামি সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেছে মডেল থানাপুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত সৈকত গুহ পিকলুকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরের কাছে মোহন সাহার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে (পিকলু) গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া, জানান, গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরের কাছ থেকে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনের কয়েকদিন পূর্বে ও নির্বাচনের সময় মারামারি, ১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে ২টি মামলা থানায় তদন্তাধীন রয়েছে। নিয়মিত ওই তদন্তাধীন ২টি মামলার প্রধান আসামি হলো সৈকত গুহ পিকলু। ওই ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার, ২৩ মার্চ ২০২৫
বরিশালের গৌরনদী উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান একাধিক মামলার আসামি সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেছে মডেল থানাপুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত সৈকত গুহ পিকলুকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরের কাছে মোহন সাহার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে (পিকলু) গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া, জানান, গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরের কাছ থেকে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনের কয়েকদিন পূর্বে ও নির্বাচনের সময় মারামারি, ১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে ২টি মামলা থানায় তদন্তাধীন রয়েছে। নিয়মিত ওই তদন্তাধীন ২টি মামলার প্রধান আসামি হলো সৈকত গুহ পিকলু। ওই ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।