টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জিও ব্যাগ -সংবাদ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নষ্ট হচ্ছে জিও ব্যাগ। উপজেলার কামারখাড়া ইউনিয়নের বড়াইল গ্রামে পরিত্যাক্ত জায়গায় পড়ে রয়েছে কয়েক হাজার জিও ব্যাগ।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী ভাঙন রোধে ফেলানোর জন্য জিও ব্যাগগুলো পরিত্যাক্ত জমিতে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে হাসাইল, চৌসার, মাইগাঁও, বড়াইল, সরিষা বন, হাইয়ারপাড় ও দিঘিরপার এলাকায় পদ্মা’র ভাঙনে বহু পরিবারের জমিসহ বসতভিটা হারিয়েছে। এ সব এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে নাম মাত্র জিও ব্যাগ ফেলা হয়। আর বাকি ব্যাগগুলো নদীর পাশে জমিতে রেখে দেয়া হয়। সরকার থেকে সঠিকভাবে তদারকির মাধ্যমে জিও ব্যাগ ফেলা হলে পদ্মার ভাঙন থেকে রক্ষা পেত এই অঞ্চলের বহু পরিবার। পদ্মার পারের বাসিন্দা আল-আমিন জানান- পদ্মায় গিলে খেয়েছে স্কল-মসজিদ-মাদ্রাসা-মন্দির- কৃষকের জমিসহ সাধারণ মানুষের বসত ভিটা। বর্ষা এলেই এই এলাকায় ভাঙন দেখা দেয়। পরিত্যাক্ত জিও ব্যাগগুলো নষ্ট না করে নদী ভাঙন রোধে ব্যবহার করা প্রয়োজন। এতে করে
বহু পরিবার ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। এ বিষয়ে উপজেলা প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর জানান এটি পানি উন্নয়ন অধিদপ্তরের বিষয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজর রহমান জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জিও ব্যাগ -সংবাদ
রোববার, ২৩ মার্চ ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নষ্ট হচ্ছে জিও ব্যাগ। উপজেলার কামারখাড়া ইউনিয়নের বড়াইল গ্রামে পরিত্যাক্ত জায়গায় পড়ে রয়েছে কয়েক হাজার জিও ব্যাগ।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী ভাঙন রোধে ফেলানোর জন্য জিও ব্যাগগুলো পরিত্যাক্ত জমিতে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে হাসাইল, চৌসার, মাইগাঁও, বড়াইল, সরিষা বন, হাইয়ারপাড় ও দিঘিরপার এলাকায় পদ্মা’র ভাঙনে বহু পরিবারের জমিসহ বসতভিটা হারিয়েছে। এ সব এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে নাম মাত্র জিও ব্যাগ ফেলা হয়। আর বাকি ব্যাগগুলো নদীর পাশে জমিতে রেখে দেয়া হয়। সরকার থেকে সঠিকভাবে তদারকির মাধ্যমে জিও ব্যাগ ফেলা হলে পদ্মার ভাঙন থেকে রক্ষা পেত এই অঞ্চলের বহু পরিবার। পদ্মার পারের বাসিন্দা আল-আমিন জানান- পদ্মায় গিলে খেয়েছে স্কল-মসজিদ-মাদ্রাসা-মন্দির- কৃষকের জমিসহ সাধারণ মানুষের বসত ভিটা। বর্ষা এলেই এই এলাকায় ভাঙন দেখা দেয়। পরিত্যাক্ত জিও ব্যাগগুলো নষ্ট না করে নদী ভাঙন রোধে ব্যবহার করা প্রয়োজন। এতে করে
বহু পরিবার ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। এ বিষয়ে উপজেলা প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর জানান এটি পানি উন্নয়ন অধিদপ্তরের বিষয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজর রহমান জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে