সাগর থেকে ভাসমান ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে ভাসমান ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গত শনিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, ১৬ মার্চ বিকালে বাঁশখালী উপকূল থেকে ৮ জেলেকে নিয়ে এমভি মালেক শাহ নামের ট্রলারটি সাগরে মাছ ধরতে রওনা দেয়। ওইদিন রাত ৯টার দিকে ট্রলারটির ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে গিয়ে সাগরে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। একপর্যায়ে ট্রলারটি সাগরের মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। এরপর থেকে ট্রলারে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি জানান, শুক্রবার রাতে দীর্ঘ ৬ দিন ধরে নিখোঁজ থাকা ট্রলারটি মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন সাগরে পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে ট্রলারটির জেলেরা তাদের বিপদের বিষয়টি ফোনে কোস্টগার্ডকে অবহিত করে। কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারটিসহ ৮ জেলেকে উদ্ধার করে। তিনি আরও জানান, শনিবার দুপুরে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে ট্রলারের মালিকপক্ষের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি