নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারীর হাতে’ রিকশাচালক খুন, গ্রেপ্তার ১

সোমবার, ২৪ মার্চ ২০২৫
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার রাত পৌনে তিনটার দিকে কোতালেরবাগ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

নিহত ৪৫ বছর বয়সী ইসহাক মিজি চাঁদপুরের মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। পেশায় রিকশাচালক ইসহাক পরিবার নিয়ে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

এ ঘটনায় গ্রেপ্তার সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালীর রাঙ্গাবালী থানার বাহেরচর গ্রামের প্রয়াত আতাহার হাওলাদারের ছেলে। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ভাড়াবাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে নিহতের ছেলে রাসেল মিজি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সোহরাবের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি শরীফুল।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে তিনটার দিকে চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় ইসহাক মিজিকে ব্যাটারিচালিত অটোরিকশার সিটে দেখতে পান স্থানীয়রা। এই সময় কয়েকজন ব্যক্তিকে দৌঁড়ে পালাতে দেখলে তাদের ধাওয়া দেন। তখন একজনকে স্থানীয়রা ধরে ফেলতে পারলেও আরো দু’জন ডোবার পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, “রিকশা কিংবা টাকা ছিনতাইয়ের জন্যই চালকের গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। যদিও ছিনতাইকারীরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেননি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

» যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

সম্প্রতি