ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে অনুমোদনহীন একটি সেমাই কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোন অনুমোদন নেই কারখানাটিতে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বোম্বে সুইটসের লোগো ও বিএসটিআই’র নকল লেগো ব্যবহার করায় মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ফেনী শহরে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।
এ সময় শহরের ১৮নং ওয়ার্ডের রামপুর পাটোয়ারি বাড়ী এলাকায় হক ফুড প্রোডাক্টসে গিয়ে সন্ধান মিলেছে অনুমোদনহীন চাঁনতারা সেমাই কারখানা।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হক ফুড প্রোডাক্টসে মালিক ইফতেখার রাশেদ কে ১ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে কারখানার পরিবেশ ঠিক করে প্রয়োজনীয় সকল অনুমোদন নিয়ে উদপাদন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় কারখানা বন্ধ করে দেয়া হবে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন, ক্যাব প্রতিনিধি সৈয়দ মনির, জেলা স্যানেটারি পরিদর্শক করিমুল হক, ব্যাটেলিয়ান আনসারের সদস্যরা সহযোগীতা করেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা