ছেলের সঙ্গে অভিমান করে রোজদার মায়ের আত্মহত্যা

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে ছেলে এবং ছেলের বৌয়ের সাথে অভিমান করে পারভীন বেগম নামে রোজাদার এক মা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামের জমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত পারভীন বেগম জমাদ্দার বাড়ির মো. মনির হোসেনের স্ত্রী।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে বিষপান করছেন ঐ নারী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি