সিলেটে পৃথক ঘটনায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় ২ যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ছাত্রদল নেতা। সড়কের পাশে থেমে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মো. শাহিনুর ইসলাম এবং একই গ্রামের ফারুক মিয়ার ছেলে যুবদল নেতা হুমায়ুন রশিদ। আহত ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের বাসিন্দা। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।রোববার সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতকের মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। তারা তিনজন মোটরসাইকেল যোগে বিএনপির একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে বন্ধ অবস্থায় থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে, সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইতিকাফরত অবস্থায় জুনেদ আহমদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লাহ বাসিন্দা ও গনিপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। রোববার বিকেলে গেচুয়া বড় মহল্লা মসজিদে ওই স্কুল শিক্ষকের মৃত্যু হয়। অন্যদিকে, সিলেট-তামাবিল সড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।রোববার সন্ধ্যায় শাহপরান থানার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের খাদিমপাড়া এলাকার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বাউন্ডারি ওয়ালের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিলেটের বিশ্বনাথে একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার ভোর সাড়ে ৪টায় বিশ্বনাথ পৌরসদরের রামপাশা সড়কের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক আবদুল মুকিত উপজেলার মিরেরচর গ্রামের আব্দুস শহিদের ছেলে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে করলেও নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড। মরদেহের শরীরের পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একটি পা মশারির স্ট্যান্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। মরদেহ উদ্ধারের সময় মুকিতের ফোন সঙ্গে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি ওই ফ্ল্যাটের চাবিও।
বুধবার, ২৬ মার্চ ২০২৫
সিলেটে পৃথক ঘটনায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় ২ যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ছাত্রদল নেতা। সড়কের পাশে থেমে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মো. শাহিনুর ইসলাম এবং একই গ্রামের ফারুক মিয়ার ছেলে যুবদল নেতা হুমায়ুন রশিদ। আহত ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের বাসিন্দা। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।রোববার সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতকের মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। তারা তিনজন মোটরসাইকেল যোগে বিএনপির একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে বন্ধ অবস্থায় থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে, সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইতিকাফরত অবস্থায় জুনেদ আহমদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লাহ বাসিন্দা ও গনিপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। রোববার বিকেলে গেচুয়া বড় মহল্লা মসজিদে ওই স্কুল শিক্ষকের মৃত্যু হয়। অন্যদিকে, সিলেট-তামাবিল সড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।রোববার সন্ধ্যায় শাহপরান থানার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের খাদিমপাড়া এলাকার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বাউন্ডারি ওয়ালের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিলেটের বিশ্বনাথে একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার ভোর সাড়ে ৪টায় বিশ্বনাথ পৌরসদরের রামপাশা সড়কের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক আবদুল মুকিত উপজেলার মিরেরচর গ্রামের আব্দুস শহিদের ছেলে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে করলেও নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড। মরদেহের শরীরের পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একটি পা মশারির স্ট্যান্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। মরদেহ উদ্ধারের সময় মুকিতের ফোন সঙ্গে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি ওই ফ্ল্যাটের চাবিও।