সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে গলাকেটে হত্যা

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাড়বকু- ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. নাছির উদ্দিন (৪০)। তিনি ঐ এলাকার মৃত কবির আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন তার নিজ বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামে নিজ বাড়িতে ইফতার করেন। ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুস্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর এলাকাবাসী তার লাশ দেখে বাড়িতে খবর দেয়। নাছিরের রক্তাক্ত মৃতদেহটি বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, যে অস্ত্র দিয়ে কোপ দিয়েছে তা এতই ধারালো মনে হচ্ছে যে এককোপেই তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন আসেন কৃষক দল ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল জানান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির পার্শ্ববর্তী নিজ খামারে যাবার সময় তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা তারা নিশ্চিত হতে পারছেন না। তবে যারাই জড়িত থাকুক প্রশাসনকে অনুরোধ করব তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা হয়।

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, ইফতার শেষে মোটরসাইকেলযোগে খামারে যাওয়ার সময় তার ভাইকে গলাকেটে হত্যা করা হয়। আমরা মনে করছি এঘটনায় এলাকার লোকজন জড়িত। যারাই জড়িত থাকুক পুলিশ যাতে তাদেরকে গ্রেপ্তার করে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

সম্প্রতি