দোহারে প্রতারক চক্রের খপ্পরে সর্বস্ব খোয়ালেন গৃহবধূ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় প্রতারক চক্রের খপ্পরে পরে রাহেল বেগম নামে এক গৃহবধূ তার নিজের কানের দুল ও নগদ টাকা খোয়ালেন। মঙ্গলবার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহেলা বেগম উত্তর শিমুলিয়া এলাকার সোনা মিয়ার স্ত্রী।

ভুক্তভোগী ওই গৃহবধূর ছেলে রবিউল জানান, মঙ্গলবার দুপুর ১ টার দিকে আমার মা পারিবারিক কাজে বাড়ি থেকে মেঘুলা বাজারে যাচ্ছিলেন। এ সময় মেঘুলা স্কুলের সামনে অটো গাড়িতে কয়েকজন মিলে বসেছিলেন। তারা আমার মায়ের সঙ্গে বিভিন্ন ছলচাতুরীর কথা বলে। এক পর্যায়ে সোনার একটি বার বের করে মাকে দেখিয়ে বলে, আমি গরীব মানুষ এটা বেচতে গেলে নানান সমস্যা হবে। আপা, আপনি সোনার বিস্কুটটা রেখে আপনার কাছে টাকা-পয়সা সোনার চেন, দুল যা আছে আমাকে দেন। আপনি পরে আপনার ইচ্ছে মত বড় করে কয়েকটা সোনার জিনিস বানিয়ে নিয়েন। প্রতারক চক্র এভাবে নানান কথা বলে তার মায়ের কাছ থেকে কানের দুল ও টাকা ভাগিয়ে নেয়।

দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মৌখিকভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে কোন লিখিত অভিযোগ দেয়নি।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি