কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নের আলীনগর ও পশ্চিম সাভিয়ানগর গ্রামে ২০০ টি গরিব-দুস্থ পরিবারে মিষ্টান্ন সামগ্রী (সেমাই, দুধ, চিনি ও কিসমিস) এবং ৭০ টি গরিব-দুস্থ পরিবারে ঈদের নতুন জামা-কাপড় (শিশুদের জামা ও বড়দের পাঞ্জাবি,শাড়ি,লুঙ্গি,থ্রিপিছ) বিতরণ করেছে স্থানীয়ভাবে ঊষা নামে পরিচিত সমাজকল্যাণমূলক সংস্থা ‘ইউনিয়ন ফর সূপ্রীম সৌশল্ অ্যাডভান্সমেন্ট (ইউএসএসএ)’। বৃহস্পতিবার সকালে ঊষা সংগঠনের নিজস্ব কার্যালয়ে ১নং দেওঘর ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, অষ্টগ্রাম উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলী ও অষ্টগ্রাম উপজেলার ইউনিয়ন সমাজকর্মী মো. দিন ইসলাম উপস্থিত থেকে গরিব-দুস্থদের মধ্যে এসব ঈদ-উপহার বিতরণ করেন।
এ কার্যক্রমে ইঞ্জিনিয়ার মোঃ সালাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী, জনাব মোঃ আবু তাহের, এমএসবি ব্রিকস এবং সৌদি প্রবাসি আবদুর রহমান প্রমুখ সহযোগিতা করেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা