জাজিরা (শরীয়তপুর) : পঞ্জেরীর রক্তদাতা সম্মাননা গ্রহণ করছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান -সংবাদ
শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মোট ৪০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২৯ মার্চ (শনিবার) সকালে জাজিরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঞ্জেরীর কো-অর্ডিনেটর হোসাইন আহমাদ জুবায়ের এবং সেক্রেটারি আরমান হোসেন রিফাতের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক শিকদার মো. মেসবাহ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাওসার, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবির হোসেন, পিকেএসএফর উপ-ব্যবস্থাপক সনেট মল্লিক, জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিএম এনামুল হক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল হক, সমাজকর্মী ও সংগঠক জামাল মাদবর, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কবির আলম, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাওন মিয়া, ডা. মাসুদুর রহমান কাঞ্চন ও কাজী সুমাইয়া। এছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাজিরা ব্লাড ব্যাংকের প্রতিনিধি তৌকির আহমেদ, বিডি ক্লিন জাজিরার সমন্বয়ক বাদশা শেখ, রক্তের সন্ধানে জাজিরা’র এডমিন ফয়সাল আহমেদ এবং জাজিরা গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান ক্লাবের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান দিগন্ত প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে ১০ বার পর্যন্ত রক্তদানকারী সম্মানিত রক্তদাতাদের একটি বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ এবং ক্রেস্ট প্রদান করা হয়। এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও উৎসাহিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকে নতুন মাত্রা দেওয়া হয়েছে।
জাজিরা (শরীয়তপুর) : পঞ্জেরীর রক্তদাতা সম্মাননা গ্রহণ করছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান -সংবাদ
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মোট ৪০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২৯ মার্চ (শনিবার) সকালে জাজিরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঞ্জেরীর কো-অর্ডিনেটর হোসাইন আহমাদ জুবায়ের এবং সেক্রেটারি আরমান হোসেন রিফাতের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক শিকদার মো. মেসবাহ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাওসার, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবির হোসেন, পিকেএসএফর উপ-ব্যবস্থাপক সনেট মল্লিক, জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিএম এনামুল হক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল হক, সমাজকর্মী ও সংগঠক জামাল মাদবর, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কবির আলম, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাওন মিয়া, ডা. মাসুদুর রহমান কাঞ্চন ও কাজী সুমাইয়া। এছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাজিরা ব্লাড ব্যাংকের প্রতিনিধি তৌকির আহমেদ, বিডি ক্লিন জাজিরার সমন্বয়ক বাদশা শেখ, রক্তের সন্ধানে জাজিরা’র এডমিন ফয়সাল আহমেদ এবং জাজিরা গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান ক্লাবের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান দিগন্ত প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে ১০ বার পর্যন্ত রক্তদানকারী সম্মানিত রক্তদাতাদের একটি বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ এবং ক্রেস্ট প্রদান করা হয়। এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও উৎসাহিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকে নতুন মাত্রা দেওয়া হয়েছে।