ধর্মীয় অনুভূতিতে আঘাত, গ্রেপ্তার ১

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইসলাম ধর্মের পবিত্র ব্যক্তিত্ব ও বিশ্বাস নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার রাতে পাবনার ফরিদপুর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তিনি তাড়াশ পৌরসভার গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা এবং শঙ্কর ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে তাড়াশ মহাশ্মানে আয়োজিত পূজা অনুষ্ঠানে মন্ত্রপাঠ চলাকালে ইসলাম ধর্ম সম্পর্কিত অবমাননাকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় পরি¯ি’তি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই অভিযুক্ত জয় কুমার ঘোষকে ফরিদপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, জয় কুমার ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি