নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, স্থানীয় ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী পিয়েলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় হাবিবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পরিচিত, স্থানীয় পিয়েল (৩০) তার সহযোগীদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে। এছাড়াও তারা পরিবহন সেক্টর, বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি এবং মাদক ব্যবসা করে । কেউ তার এসমস্ত কাজে বাঁধা দিলে এবং কেউ তার কথা না শুনলে তাকে মারধর করে হত্যার হুমকি দেয়। আত্মগোপনে থেকে গত কয়েকদিন যাবত এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাই বাড়িয়ে দেয় পিয়েলের বাহিনী। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পিয়েলকে ধরতে হাবিবপুর এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। পরে সন্ধ্যার দিকে পিয়েল একটি একতলা ভবন থেকে লাফিয়ে পালাতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে পিয়েলের সহযোগী জৈনপুর গ্রামের টিপু মিয়ার ছেলে আরাফাত ও দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তিতে মঙ্গলবার সকালে পিয়েলের আরেক সহযোগী পিরোজপুর গ্রামের রানা নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, স্থানীয় ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী পিয়েলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় হাবিবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পরিচিত, স্থানীয় পিয়েল (৩০) তার সহযোগীদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে। এছাড়াও তারা পরিবহন সেক্টর, বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি এবং মাদক ব্যবসা করে । কেউ তার এসমস্ত কাজে বাঁধা দিলে এবং কেউ তার কথা না শুনলে তাকে মারধর করে হত্যার হুমকি দেয়। আত্মগোপনে থেকে গত কয়েকদিন যাবত এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাই বাড়িয়ে দেয় পিয়েলের বাহিনী। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পিয়েলকে ধরতে হাবিবপুর এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। পরে সন্ধ্যার দিকে পিয়েল একটি একতলা ভবন থেকে লাফিয়ে পালাতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে পিয়েলের সহযোগী জৈনপুর গ্রামের টিপু মিয়ার ছেলে আরাফাত ও দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তিতে মঙ্গলবার সকালে পিয়েলের আরেক সহযোগী পিরোজপুর গ্রামের রানা নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়।