বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এখন বেহাল দশা। ডা. মিজানুর রহমানের গড়ে তোলা স্বাস্থ্য কেন্দ্রঁটি তার জৌলুস হারাতে বসেছে। ডাক্তার সংকটে রোগীদের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্ট অপেক্ষা করতে হয়। ইউএইচ এফপিও ডা. ওহীদুজ্জামান একজন এ্যানেসথিসিয়ান। তিনি কোন রোগি না দেখায় বাকি ৫ জন ডাক্তারকে রোগি দেখতে হিমসিম খেতে হয়। এছাড়া নিয়মিতভাবে তিনি স্বাস্থ্য কেন্দ্রে না থাকায় প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য কেন্দ্রের সামনে যে ওয়াশ করণার নির্মিত হয়েছে রোগীদের ব্যবহারের জন্যে, তা সব সময় বন্ধ থাকায় আগত রোগীদের ভোগান্তি বাড়ছে। উপজেলার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশা দূর করতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও খুলনা সিভিল সার্জনের আশুহস্তক্ষেপ কামনা করছের উপজেলা বাসি।