প্রতিনিধি, চাঁদপুর

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুরের মাসুম

image

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুরের মাসুম

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, চাঁদপুর

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরের মাহমুদুল হাসান মাসুম। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের অন্যতম দুঃসাহসিক ওয়াটার স্পোর্টস ইভেন্ট ‘পাহাড় থেকে.কম কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’। এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন করেছেন মাহমুদুল হাসান মাসুম।

গত শনিবার ৬.২ কিলোমিটারের উত্তাল চ্যানেল পাড়ি দিতে তিনি সময় নেন ২ ঘন্টা ১৮ মিনিট। চাঁদপুর সদর থানার ১নং বিষ্ণুপুরের আবদুল হাই মিয়াজীর কনিষ্ঠ পুত্র মাহমুদুল হাসান মাসুম। পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী।

উল্লেখ্য, মাসুম এর আগে বাংলা চ্যানেল সাঁতার (টেকনাফ থেকে সেন্ট মার্টিন-১৬.১ কিলোমিটার), সুবলং চ্যানেল সাঁতার (কাপ্তাই লেক-১৩.৫ কিলোমিটার), পদ্মা ক্রসিং সাঁতার (১৩ কিলোমিটার), মেঘনা ক্রসিং সাঁতার (৫ কিলোমিটার) সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া তিনি লং ডিস্টেন্স রানিং করে থাকেন। যার মধ্যে উল্লেখযোগ্য অর্জনগুলো হলো : কোস্টাল আল্ট্রা-১০০ কিলোমিটার, মেরিন ড্রাইভ আল্ট্রা-৫০ কিলোমিটার, শমশেরনগর আল্ট্রা-৫০ কিলোমিটার।

সাঁতারের সাফল্যে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাহমুদুল হাসান মাসুম বলেন, প্রতিটি চ্যালেঞ্জ ভিন্ন অভিজ্ঞতার জন্ম দেয়। আজকের (শনিবারের) চ্যানেলটি ছিলো অ্যাডভেঞ্চারে ভরপুর। শান্তভাবে সাঁতার শুরু হওয়ার পর হঠাৎ করে প্রচণ্ড ঢেউ শুরু হয়, পাশাপাশি প্রচণ্ড বিপরীতমুখী স্রোত। দূরত্ব কম হলেও পুরো পথটা ছিলো চ্যালেঞ্জে ঠাসা, যা ছিলো দারুণ উপভোগ্য।

তিনি বলেন, ওপেন ওয়াটারে সাঁতারের মাধ্যমে সাধারণ মানুষকে সাঁতারের প্রতি উদ্বুদ্ধ করা হয়। কারণ সাঁতার কোনো সাধারণ স্পোর্টস্ নয়, এটি জীবন রক্ষাকারী একটি খেলা। নদীপ্রধান দেশ হিসেবে আমাদের প্রত্যেকজন মানুষের বেসিক সাঁতার শেখা উচিত। প্রতি বছর বাংলাদেশে ১৪ হাজার ৪৩৮ জন শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। সাঁতার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে এই মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এছাড়া সমুদ্রের পানি দূষণমুক্ত রাখা এবং কুতুবদিয়া এলাকায় পর্যটন শিল্পের প্রসার করাটাও অন্যতম উদ্দেশ্য ছিলো।

এ কুতুবদিয়া চ্যানেল সুইমিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৫ জন সাহসী সাঁতারু, যারা পেকুয়া উপজেলার ‘মগনামা ঘাট থেকে শুরু করে দীর্ঘ ৪ কিলোমিটার সাঁতরে পৌঁছান কুতুবদিয়ার বড়কুপ ঘাট’ এ। ইভেন্টটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর উপদেষ্টা শিমুল চৌধুরী। সকাল ১১টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা ছিলো অত্যন্ত চ্যালেঞ্জিং, যেখানে অংশগ্রহণকারী সাঁতারুরা প্রদর্শন করেন অসাধারণ দক্ষতা ও মানসিক দৃঢ়তা।

ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল ‘পাহাড় থেকে ডট কম’ এবং রেসকিউ পার্টনার হিসেবে পাশে ছিল ‘কক্সবাজার ট্রায়াথলেট’।

বাংলাদেশে ওপেন ওয়াটার সুইমিংকে জনপ্রিয় করতে বোয়াসের এই উদ্যোগ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

‘সারাদেশ’ : আরও খবর

» বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ বললেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের এক ‘শিক্ষক’

» মানিকগঞ্জে পাঁচ অদম্য নারীকে সম্মাননা

» সুন্দরবনের ৭২ কেজি হরিণের মাংসসহ আটক ৪

» সিলেটে সরকারি চাকরি ছাড়ার হিড়িক

» বাগেরহাট কারাগার থেকে মুক্ত ৪৭ ভারতীয় জেলে

» বাহুবলে ব্যারিকেড দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা

» হবিগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

» গজারিয়ায় জয় হত্যাকান্ডের দুই সপ্তাহে গ্রেপ্তার নেই

» ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

» লাঙ্গল দিয়ে জমি চাষ এখন কালের স্বাক্ষী

» সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

» নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

» সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা আহত

» ডিমলায় বেগম রোকেয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

» দামুড়হুদায় খেজুরের রস সংগ্রহে ব্যাস্ত গাছি

» সিরাজগঞ্জে বিদেশি ফল প্যাশন (আনারকলি) চাষে কৃষক জহুরুলের সাফল্য

» ধ্বংসের দ্বারপ্রান্তে সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

» রাণীশংকৈলের মোশাররফ এখন বিদেশি পাখির সফল খামারি,

» শেরপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক

» প্রসূতীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর