জেলার কুলাউড়া উপজেলার ভূমি অফিসের দখলকৃত ২ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে।
গত বুধবার দুপুরে ভূমি অফিসের পাশে দখলকৃত এ জায়গা উদ্ধার করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।
বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমি অফিসের নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসতভিটা বানিয়ে দখল করে আসছিলেন এক ব্যক্তি। গত বুধবার ওই ব্যক্তিকে অন্য জায়গায় পুনর্বাসিত করে ২ কোটি টাকার এ জায়গা সম্পূর্ণভাবে ভূমি অফিসের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা