কুলাউড়ায় ভূমি অফিসের বেদখলকৃত ২ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

জেলার কুলাউড়া উপজেলার ভূমি অফিসের দখলকৃত ২ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে।

গত বুধবার দুপুরে ভূমি অফিসের পাশে দখলকৃত এ জায়গা উদ্ধার করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমি অফিসের নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসতভিটা বানিয়ে দখল করে আসছিলেন এক ব্যক্তি। গত বুধবার ওই ব্যক্তিকে অন্য জায়গায় পুনর্বাসিত করে ২ কোটি টাকার এ জায়গা সম্পূর্ণভাবে ভূমি অফিসের নিয়ন্ত্রণে আনা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি