নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়ায় নাছির উদ্দীন টিটু নামে এক যুবলীগ নেতাকে চোলাই মদ ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নাছির উদ্দিন টিটু (৪৩) নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। গত বৃহস্পতিবার তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে । গত বুধবার রাতে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।