ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিওর ভাইরাল যুবক তিন দিনের রিমান্ডে

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা নেয়ার ভিডিওর যুবক মো. আশরাফুলকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। গত বুধবার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম তার রিমান্ডের এ আদেশ দিয়েছেন। এ দিন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মো. মনির হোসেনের তাকে ৫ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রেজাউল হক রিয়াজ জামিন আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

ধানমন্ডি থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর আবুল বাশার রিমান্ডের তথ্য দিয়েছেন। ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা নেয়ার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই অভিযান চালিয়ে রাত ১টার দিকে জিগাতলা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানা হেফাজতে নেয়া হয়।

২৩ বছর বয়সী আশরাফুল বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে। থাকেন ঢাকার হাজারীবাগ এলাকায়। ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেয়া হচ্ছে।

গাড়ির আরোহী এক পুরুষ ও এক নারীর সঙ্গে বাকবিত-ার মধ্যেই চাঁদার টাকা নিচ্ছিলেন ওই যুবক। আরোহীরা ‘মাস্তানি’ করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন ‘কোনো সমস্যা’ কিনা। ওই যুবকের নাম জানতে চাইলে বলেন, ‘নাম দিয়ে কী হবে?’ ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই যুবক ‘ভালো করে’ ভিডিও করতে বলেন এবং টাকা নেয়ার পর ‘পারলে কিছু করতে’ বলে চলে যান। ভিডিওটি ফেইসবুকে ছড়ানোর পর তাকে আটক করে পুলিশ। পরে ধানমন্ডি থানায় মামলা করেন এ থানার এসআই ইমরান হোসেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি